সেতু তৈরির শিলান্যাস ফালাকাটায়

0
108

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ ও গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের সংযোগ রক্ষাকারী বীরকিটি নদীর উপর সেতুর কাজের শিলান্যাস হল।

bridge will be start in falakata | newsfront.co
শিলান্যাসে এলাকাবাসী ও বিশেষ অতিথিরা। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার এই সেতুর কাজের শিলান্যাস করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। উপস্থিত ছিলেন জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েত ও গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল ও সুধাংশু বর্মন-সহ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ প্রদীপ রায়-সহ অনকেই।

bridge will be start in falakata | newsfront.co
এই সেতু তৈরির কাজই শুরু হবে৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বছরের শুরুতেই শীতকালীন বৃষ্টিতে মজেছে জেলাবাসী

জানা গেছে, বর্ষার সময় নদীর জল বাড়লে দুই পাশের বাসিন্দারা সমস্যায় পড়েন। তখন ঘুর পথে যাতায়াত করতে হয় তাদের। সেই সমস্যা দূর করতে জটেশ্বর-২ নং গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল‍্যে ৩১ লক্ষ টাকা ব্যয় করে ২৩ মিটার লম্বা ও প্রায় ৪ মিটার চওড়া সেতু তৈরি করা হবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here