বৃদ্ধাশ্রম
সব সন্তান হতে চলমান,
বাবা যে হাতটি ধরে।
সন্তান সেই, বড় হল যেই,
বাবার কি খোঁজ করে!
যার হাত ধরে ভোরের হাওয়ায়,
সূর্যের ওঠা দেখা।
টলোমলো পায়ে যার হাত ধরে,
রাস্তায় হাঁটা শেখা।
যার কোলে ছিল পরম আদর,
নির্ভয় আশ্রয়।
আজ তো তারাই পায় অনাদর,
হয়েছে নিরাশ্রয়।
যদি সন্তান দিতে প্রতিদান,
মানতো তাদের ভ্রম।
তাহলে আজকে বাড়ি বাড়ি হতো,
সুখী বৃদ্ধাশ্রম।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584