নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে মাঠে সবুজের প্রলেপ পড়েছে। মাঠের দিকে তাকালে চোখে পড়ছে সবুজ ঘাসের মোড়ক। খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়াকিং ট্র্যাক। মাঠের বিভিন্ন জায়গা থেকে স্প্রিংগারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে জল। কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে মাঠকে যেভাবে তৈরি করা হয়, সেরকমভাবে তৈরি হচ্ছে বৃন্দাবনী ময়দান।
সকাল থেকেই শ্রমিকরা মাঠ পরিচর্যা করে যাচ্ছেন। সেই কাজের তদারকি করছেন জেলার প্রাক্তন ক্রিকেটার রানা দাস। করোনা সংকট ও লকডাউনে প্রায় দুইমাস মাঠমুখো হয়নি মালদহ শহরবাসী। মাঠে মানুষের আনাগোনা কমায় স্বাভাবিক রূপ পেয়েছে বৃন্দাবনী ময়দান।
আরও পড়ুনঃ রেশন বিলি ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা
রানাবাবু জানান, ‘এই মাঠের হাল ফেরানোর মূল কারিগর মালদহের মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। মূলত তাঁর প্রচেষ্টায় বৃন্দাবনী ময়দান খেলাধুলোর উপযোগী মাঠে রূপান্তরিত হয়েছে। মাঠের নীচু জায়গাগুলোতে মাটি ফেলে সমান করা হয়েছে। গোটা মাঠ ঘাসে পরিপূর্ণ ছিল। সব ঘাস তুলে ফেলা হয়েছে। খেলার মাঠে যে ঘাস থাকে, সেই ঘাসের বীজ ছড়ানো হয়েছে। মাঠ পরিচর্যার জন্য জলের প্রয়োজন ছিল। তার জন্য একটা সাবমার্সাল পাম্প বসানো হয়েছে। সেখান থেকে মাঠের তল দিয়ে পাইপলাইন বসানো হয়েছে। চারটি স্প্রিংগার লাগানো হয়েছে, যার মাধ্যমে জল গোটা মাঠে ছড়িয়ে যাচ্ছে। খুব অল্পদিনের মধ্যেই গোটা মাঠ সবুজ হয়ে উঠেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584