শ্যামল রায়,কালনাঃ
বাংলার গর্ব বৃষ্টি মুখার্জির ঝুলিতে আবার দুটি আন্তর্জাতিক পদক।দিল্লির টিভলি রিসর্টে ৪-১০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্টার্ন এশিয়া ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল।সেখানে বৃষ্টি অনুর্দ্ধ ১৬ বিভাগে রাপিড ক্যাটাগরিতে স্বর্ণ পদক এবং ব্লিজ ক্যাটাগরিতে (blitz category)তে রৌপ্য পদক লাভ করে।
ভারতের হয়ে একমাত্র স্বর্ণপদক জয়ী বৃষ্টি মুখার্জি বর্ধমানের মেমারির বাসিন্দা (১৫ বছর)। বৃষ্টি, ₹নবম শ্রেণীর ছাত্রী।পড়াশোনার পাশাপাশি দাবা খেলার প্রতি তার একান্ত ঝোঁক তাকে বারবার দেশ-বিদেশে নানান প্রতিযোগিতায় পদক এনে দিয়েছে।
দাবার প্রতি ঝোঁক দেখে বাবা দেবাশিস বাবু পাঁচ বছর বয়স থেকেই তাকে কলকাতার এলাইন প্রেসক্লাবে দাবা শেখার জন্য ভর্তি করে দেন।
আরও পড়ুনঃ ক্যারাটে প্রতিযোগিতায় কামাখ্যাগুড়ির জয়জয়কার
এবছর শ্রীলঙ্কায় আয়োজিত অনূর্ধ্ব ১৬ যুবা দাবা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে ভারতের একমাত্র প্রতিযোগী হিসেবে স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে আসে তার ইভেন্টে।তার হাত ধরেই ভারত এই প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে।
এছাড়া দিল্লিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া কমনওয়েলথ গেমসে ভারতের স্বর্ণপদক লাভ করে।
তবে এই পুরস্কার তার কাছে প্রথম নয়,দেশ-বিদেশে আয়োজিত নানান প্রতিযোগিতা থেকে বৃষ্টি ছিনিয়ে নিয়ে এসেছেন একের পর এক পুরস্কার।
বৃষ্টি জানিয়েছে, “তার দাবা খেলার প্রতি এত ঝোঁকের পিছনে এবং বারবার পদক জয়ের পিছনে রয়েছে বাবা (দেবাশীষ মুখার্জী)র অনুপ্রেরণা ও মা (অপরূপা মুখার্জি)র একান্ত পরিশ্রম।সাথে সাথে কোচদের সহযোগিতা।”
বিদেশে আয়োজিত এমন দাবা প্রতিযোগিতায় শয়ে শয়ে দাবাড়ুদের মাঝে বাংলার বর্ধমানের মেমারির বৃষ্টির নিজের ইভেন্টে স্বর্ণপদক জয়, তাও আবার এবছরের প্রতিযোগিতায় ভারতের একমাত্র স্বর্ণপদক জয়ী,যে জেলা,বাংলা তথা দেশের গর্ব,সে কথা বলা অনস্বীকার্য।
তবে এর সাথে সাথে বৃষ্টি মুখার্জির পরিবারের ক্ষোভ রয়েছে যথেষ্ট ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা বৃষ্টি মুখার্জি সরকারি স্তর থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সুযোগ-সুবিধা কিংবা আর্থিক সাহায্য পাইনি।তারা মনে করেন, সরকারি কিংবা কোন বেসরকারি প্রতিষ্ঠান যদি বৃষ্টিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে বৃষ্টি ভবিষ্যতে ভারতের হয়ে,আরো পদক ছিনিয়ে আনবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584