আম উৎসবে নজর কাড়লো বৃষ্টির আবৃত্তি

0
172

নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ

আবৃত্তি পরিবেশন করে শ্রোতাদের মন জয় করলেন মেদিনীপুর শহরের বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়।সম্প্রতি কলকাতার গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হলো আম উৎসব। আয়োজন করেছিল কলকাতার শ‍্যামনগর সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ। এই উৎসবে আরও অনেকের সাথে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের উদীয়মান বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়। নিজের আবৃত্তির মাধুর্য্যে উপস্থিত শ্রোতাদের মন জিতলেন বৃষ্টি। অনুষ্ঠানের শুরুতে আম গাছের চারাতে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা হয়,তাতে নৃত্য শিল্পী পারমিতা সাহার সাথে হাত লাগান বৃষ্টি মুখোপাধ্যায়। উদ্বোধনী সঙ্গীতের বদলে অনুষ্ঠান উদ্বোধনী​ আবৃত্তি পরিবেশিত হয়। উদ্বোধনী আবৃত্তি পরিবেশন করেন বৃষ্টি মুখোপাধ্যায়। কবি সুবোধ​ সরকারের লেখা ” কৃষ্ণকলি মাহাত” কবিতাটি আবৃত্তি করে শ্রোতাদের​ মন জয় করে নেন বৃষ্টি। মেদিনীপুর শহরের বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন ও সঞ্চালনার পাশাপাশি শান্তিনিকেতন, হলদিয়া ও কলকাতার বাংলা একাডেমীতে​ আবৃত্তি পরিবেশন করে ইতিমধ্যেই বহু শ্রোতার হৃদয় জয় করেছেন মেদিনীপুর শহরের বার্জটাউনের বাসিন্দা এই তরুণী​।

নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের রাজা আর এন এল খান মহিলা কলেজে স্নাতক ও মেদিনীপুর কলেজে স্নাতকোত্তর পড়া ফিজিওলজি ছাত্রী বৃষ্টি’র আবৃত্তি শিক্ষা মেদিনীপুরের প্রবাদ প্রতিম আবৃত্তি শিক্ষক শিব সুন্দর বোসের কাছে। বৃষ্টির আবৃত্তি উপস্থাপনায় খুশি “আম উৎসব” এর আয়োজক শ‍্যামনগর সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের উদ‍্যোক্তারা। আম উৎসবে যোগ দিয়েছিলেন কলকাতা তথা রাজ‍্যের বিভিন্ন প্রান্তের অনেক গুণী শিল্পী। কন‍্যার এই সাফল্যে খুশি বৃষ্টি বাবা বাঁকুড়ার ডুমুরতোড়া বাগবাদিনী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সমীরণ মুখার্জি ও মা শালবনী স্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক প্রীতিকণা মুখার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here