বোলিং রাঙ্কিংয়ে উন্নতি করলেন ব্রড, অপরিবর্তিত ভারতীয় ক্রিকেটারদের রাঙ্কিং

0
51

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ইংল্যান্ডকে টেস্টে সিরিজ জিতিয়ে ৫০০ উইকেট নেওয়ার পুরস্কার আইসিসি টেস্টে বোলার ব়্যাংকিংয়ে সাত ধাপ ওপরে উঠে তিন নম্বরে এলেন ইংল্যান্ড পেস বোলার স্টুয়ার্ট ব্রড৷ গত চার বছরে এটাই তার সেরা রাঙ্কিং।

Stuart Broad | newsfront.co
সংবাদ চিত্র

একই সঙ্গে চারমাস লকডাউন ভারতীয় ব্যাটসম্যানদের রাঙ্কিংতে কোনো প্রভাব ফেলেনি। আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যান তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এক নম্বরে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷

প্রথম দশে ভারতীয় ব্যাটসম্যানদের রয়েছেন আরও দু’জন৷ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে৷ ব্যাটসম্যান ব়্যাংকিংয়ে যথাক্রমে সাত ও নয় নম্বরে রয়েছে পূজারা ও রাহানে৷ অল-রাউন্ডারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের দু’জন৷ এঁরা হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন৷ দু’জনে যথাক্রমে তিন ও পাঁচ নম্বরে রয়েছেন৷

আরও পড়ুনঃ ক্যারিবিয়ানদের উড়িয়ে করোনা পরবর্তী প্রথম সিরিজ জয় ইংল্যান্ডের

Indian team | newsfront.co
সংবাদ চিত্র

২০০৭ টি-২০ বিশ্বকাপের পর ব্রড ট্রোল হয়েছিলেন বিশেষ করে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে। যুবরাজ সিং-এর কাছে ছয় বলে ছয়টা ছয় মেরে ক্রিকেট ক্যরিয়ার বিপদের মুখে ফেলে দিয়েছিল ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের। তবে এরপরেও তিনি একের পর এক ভারতীয় দল ও অন্য দলকে আগুনের পেস দিয়ে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ অনুষ্কাদের কি অনুমতি দেওয়া হবে? আলোচনা শনিবারের সভায়

পাঁচশো উইকেট নেওয়ার পর তাকে টুইট করে শুভেচ্ছা জানালেন খোদ যুবরাজ। ছয় ছক্কার মালিক লেখেন, সবাই ওকে ছয়টা ছয় দিয়ে বিচার করে। আমি আমার ভক্তদের বলবো যা অর্জন করেছে তাকে সন্মান কর। পাঁচশো উইকেট নেওয়া সহজ নয়। অনেক কঠিন লড়াই করতে হয়। সাধনা থেকে ব্যাপারটা আসে। সত্যি কারের লেজেন্ড তুমি। তোমাকে সেলাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here