Breaking: নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা, পুজোর পরে স্কুল খোলার ভাবনা

0
98

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বৈঠকে উপস্থিত রয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ তুলেছেন বাংলা কম টিকা পাচ্ছে।

Mamata Banerjee at Nabanna

জানিয়েছেন পুজোর পরে স্কুল খোলার ভাবনা চলছে, একদিন অন্তর স্কুল হতে পারে। টিকাকরণে এগিয়ে বাংলা, দৈনিক ১১ লক্ষ ডোজ টিকা দিতে পারে রাজ্য সরকার। কিন্তু পর্যাপ্ত টিকা দিচ্ছে না কেন্দ্র।

আজকের সাংবাদিক বৈঠকে টিকা প্রসঙ্গে কেন্দ্রকে একাধিকবার বিঁধলেন মুখ্যমন্ত্রী। জনসংখ্যার বিচারে গুজরাট অনেক বেশি বাংলার তুলনায় এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যদিও তিনি একথাও বলেন মানুষ টিকা পাচ্ছে বলে তাঁর অভিযোগ নয়, টিকার ক্ষেত্রে অবিজেপি রাজ্যগুলির প্রতি কেন্দ্রের বৈমাতৃক আচরণ নিয়ে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে ১৪ কোটি টিকার ডোজ দরকার। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে পেয়েছি ২.৬৮ কোটি ডোজ।” তাঁর দাবি, সিকিম, অসম ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এখন কোভিড সংক্রমণ বাড়ছে, পশ্চিমবঙ্গ উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রবেশদ্বার। এছাড়া তিনটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ফলে সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে বাংলাকে দ্রুত ১৪ কোটি টিকা দেওয়া প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন রাজ্যে ফিরে আসা বেশিরভাগ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়েছে তাঁর সরকার। এছাড়াও এ রাজ্যে ফ্রি রেশন ও ফ্রি চিকিৎসা দেওয়া হয় কাজেই রাজ্যের অর্থনীতির হাল অন্য রাজ্যের তুলনায় ভালোই রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here