পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রাস্তা চওড়া করতে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হল সরকারি জমির উপর থাকা দোকান বাড়ি।
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল কালিয়াগঞ্জে খারাপ হওয়ার পর সকলের ধারণা ছিল যে, এবার হয়তো কালিয়াগঞ্জের উন্নয়ন থমকে যাবে।কিন্তু সকলকে অবাক করে দিয়ে আবারও দ্রুতগতিতে উন্নয়নের কাজ শুরু হল কালিয়াগঞ্জ শহরে।
যার ফলস্বরূপ কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তা বিবেকানন্দ মোড় থেকে হাসপাতাল মোড়ে যাওয়ার রাস্তায় মাঝে বেশ কিছু দোকান এবং বাড়ি পরছিল সরকারি জমির উপর সে গুলো উন্নয়নের স্বার্থে রাতের বেলায় নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে ভেঙে দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতি কার্তিকচন্দ্র পাল।
তিনি বলেন খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তা চওড়া হবে তাই সেই দিকে তাকিয়ে এই ভাঙ্গাভাঙ্গির কাজ শুরু হয়েছে। তার সাথে ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায় এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরা।কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই কাজ সম্পূর্ণ হয় এদিন।
আরও পড়ুনঃ কালিম্পংয়ে সেতু ভেঙে মৃত ২,আহত ৫
কার্তিক বাবু জানান এই গুরুত্বপূর্ণ রাস্তা খুবই দরকার ছিল চওড়া হওয়ার।এটা না হলে সাধারণ মানুষের চলাফেরা করা এতদিন দায় হয়ে পরছিল এতদিন।শুধু তাই নয় এই ছোট রাস্তা দিয়েই হাসপাতলে অ্যাম্বুলেন্স, বিডিও অফিসের গাড়ি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়া আসা করে ।এখন এই রাস্তা চওড়া হওয়ার পর আর সাধারন মানুষদের এবং যানবাহন চলাফেরা করতে কোন অসুবিধাই থাকবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584