রাস্তা চওড়া করতে ভাঙা হল বাড়ি-দোকান

0
69

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Broke home-shop To make the road wide
নিজস্ব চিত্র

রাস্তা চওড়া করতে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হল সরকারি জমির উপর থাকা দোকান বাড়ি।

Broke home-shop To make the road wide
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল কালিয়াগঞ্জে খারাপ হওয়ার পর সকলের ধারণা ছিল যে, এবার হয়তো কালিয়াগঞ্জের উন্নয়ন থমকে যাবে।কিন্তু সকলকে অবাক করে দিয়ে আবারও দ্রুতগতিতে উন্নয়নের কাজ শুরু হল কালিয়াগঞ্জ শহরে।

Broke home-shop To make the road wide
নিজস্ব চিত্র

যার ফলস্বরূপ কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তা বিবেকানন্দ মোড় থেকে হাসপাতাল মোড়ে যাওয়ার রাস্তায় মাঝে বেশ কিছু দোকান এবং বাড়ি পরছিল সরকারি জমির উপর সে গুলো উন্নয়নের স্বার্থে রাতের বেলায় নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে ভেঙে দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতি কার্তিকচন্দ্র পাল।

Broke home-shop To make the road wide
নিজস্ব চিত্র

তিনি বলেন খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তা চওড়া হবে তাই সেই দিকে তাকিয়ে এই ভাঙ্গাভাঙ্গির কাজ শুরু হয়েছে। তার সাথে ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায় এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরা।কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই কাজ সম্পূর্ণ হয় এদিন।

আরও পড়ুনঃ কালিম্পংয়ে সেতু ভেঙে মৃত ২,আহত ৫

Broke home-shop To make the road wide
কার্তিক চন্দ্র পাল।নিজস্ব চিত্র

কার্তিক বাবু জানান এই গুরুত্বপূর্ণ রাস্তা খুবই দরকার ছিল চওড়া হওয়ার।এটা না হলে সাধারণ মানুষের চলাফেরা করা এতদিন দায় হয়ে পরছিল এতদিন।শুধু তাই নয় এই ছোট রাস্তা দিয়েই হাসপাতলে অ্যাম্বুলেন্স, বিডিও অফিসের গাড়ি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়া আসা করে ।এখন এই রাস্তা চওড়া হওয়ার পর আর সাধারন মানুষদের এবং যানবাহন চলাফেরা করতে কোন অসুবিধাই থাকবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here