বেআইনী মদের ঠেক ভাঙ্গলো স্থানীয় মানুষ

0
56

শ্যামল রায়,বর্ধমানঃ
শুক্রবার বেআইনি মদের ঠেক ভাঙচুর কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরের মেহেদিবাগানহরিঝন বস্তিতে।
অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের বেআইনি মদের ঠেক গজিয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে বারবার বিষয়টি জানিয়েও কোনো রকম কাজের কাজ হচ্ছিল না। পঞ্চায়েত ভোটের মুখে এইসব মদের ঠেক থেকে প্রচুর মদ বাইরে পাচার সহ স্থানীয় যুবকরা নেশাগ্রস্থ হয়ে পড়েছিল। অনেক গরিব মানুষ যারা দিনশেষে কাজের সমস্ত টাকাটাই মদ কিনে খেয়ে বাড়ি গিয়ে তাদের পরিবারের উপর অত্যাচার করায় অশান্তি চরম আকার ধারণ করেছিল বহু বাড়িতে।
তাই এদিন স্থানীয় যুবকরা জোটবদ্ধ হয়ে বেআইনি মদের ঠেক ভাঙচুর চালায়। জানা গিয়েছে যে কমপক্ষে এই এলাকার ২০টি বেআইনি মদের ঠেক ভেঙে চুরমার করে দেয়। এই মদের ঠেক ভাঙাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশ প্রশাসন এসে বিষয়টি সামাল দেয় এবং বেআইনি মদের কারবারের সাথে যুক্ত দোষীদের ধরতে জোর তল্লাশি শুরু করে।
পঞ্চায়েত ভোটের মুখে শুধু বর্ধমান মেহেদিবাগান নয় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় কালনা জামালপুর মেমারী মন্তেশ্বর প্রভৃতি স্থানে মদের ঠেক ভাঙতে পুলিশ তৎপর হয়েছে এবং যারা দুষ্কৃতী তাদের ধরতে পুলিশ তৎপর হয়েছে।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here