ধাক্কা খেল অভিরূপ অভিনীত ব্রোকেন সোলস, ব্রাদার

0
2080

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মহামারীর প্রকোপে কেমন যেন এলোমেলো হয়ে গেল সবকিছু। আশা, আকাঙখা, পরিকল্পনা- সবেতে একট বিরাট ধাক্কা। শুটিং যেমন আটকেছে তেমনই আটকে গিয়েছে কত সিনেমা, সিরিজের মুক্তি। সিরিজের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা অন্য। পোস্ট প্রোডাকশনের কাজ সব হয়ে গিয়ে থাকলে তা সোশ্যাল মিডিয়ায় রিলিজ করা যেতেই পারে। কিন্তু যদি ডাবিং বা অন্যান্য কোনও কাজ বাকি থাকে তা হলে তো তাকে দর্শকের সামনে আনা কঠিন হবেই।

Abiroop | newsfront.co

আর ঠিক এটাই হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর হিন্দি ওয়েব সিরিজ ‘ব্রোকেন সোলস’ -এর ক্ষেত্রে। সুজয় করের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিরূপ চৌধুরী। ছবির শুটিং হয়ে গেলেও বাকি আছে ডাবিং।

laboratory | newsfront.co

অভিরূপের বিপরীতে আছেন জোয়া মোরানি। করোনার থাবায় আজ তিনি আক্রান্ত। ফলে সবটাই গিয়েছে থমকে। বিভিন্ন চরিত্রে রয়েছেন অনুভব দাশগুপ্ত, সৌরভ সচদেবা, অনুপম জোয়ারদার, আদিত্য কুমার, সুব্রত গাঙ্গুলি।

আরও পড়ুনঃ সুপারস্টার দাদার কেশবিন্যাসে ব্যস্ত বোন

Abhiroop | newsfront.co

প্রসঙ্গত, প্রযোজক করিম মোরানির মেয়ে জোয়া। করিম মোরানি কিং খানের বহু ছবির প্রযোজক। জীবনের প্রথম বলিউডের ছবিতে কাজ নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন অভিরূপ। আশাহত হলেন। অভিরূপের ফিল্মি কেরিয়ারের এটিই ছিল বিগ ব্রেকিং। কিংবা বলা যায় টার্নিং পয়েন্ট।

Brother movie | newsfront.co

শুধু ‘ব্রোকেন সোলস’ নয়, আটকে রয়েছে সঞ্জয় বর্ধন পরিচালিত বাংলা ছবি ‘ব্রাদার’। হাইস্কুলের ৭ জন ছেলেমেয়েদের লাইফস্টাইল নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেখানেও মুখ্য ভূমিকায় অভিরূপ। তাঁর বিপরীতে রয়েছেন পিয়া দেবনাথ। এই ছবিটি নিয়েও বেশ আশাবাদী অভিনেতা। জুন মাসে মুক্তির কথা ছিল।

Brother | newsfront.co

আরও পড়ুনঃ জানলায় উঁকি দিচ্ছে ‘অ্যাপেল ট্রি’

অভিরূপ অভিনীত আরও একটি ছবি রইল আটকে। অম্লান কুসুম ঘোষ পরিচালিত ছবি ‘সন্যাসী দেশনায়ক’ও মুক্তির কথা ছিল খুব তাড়াতাড়ি। বাকিটা ইতিহাস।বেশ কিছু বিজ্ঞাপনের কাজও পিছিয়ে গেছে বলে জানিয়েছেন অভিরূপ।

Brother Movie | newsfront.co

অভিরূপ চৌধুরী বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। জয় বাবা লোকনাথ, মহাপীঠ তারাপীঠ, গ্যাংস্টার গঙ্গা, জামাই রাজা, জি বাংলা অরিজিনালস-এর ছবি সুদক্ষিণার শাড়ি সহ বাংলা এবং হিন্দিতে ওয়েব সিরিজও করেছেন অভিরূপ। গ্রুপ থিয়েটার করেন দীর্ঘদিন।

Film | newsfront.co

ঋষি অরবিন্দর উপরে একটি ডকু ফিল্মেও অভিনয় করছেন তিনি। কবে তা দর্শকের কাছে আসবে সেটাই আজ বড় প্রশ্ন। আপাতত সব মিটে যাওয়ার আশায় অভিরূপের মতো আমরা সবাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here