অর্থের বিনিময়ে আধার কার্ডের কুপন কেনাবেচার অভিযোগ

0
89

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

আধার সেবা কেন্দ্রে এবারে দালালচক্রের অভিযোগ উঠল। অর্থের বিনিময় আধার কার্ডের কুপন কেনাবেচার অভিযোগ উঠল। এই অভিযোগ তুলেছেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ ৫০০ টাকার বিনিময়ে লাইনে না দাঁড়িয়ে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে আধার কেন্দ্রের বাইরে ঘোরাঘুরি করা কিছু যুবক এবং ব্যক্তি।

adhar card | newsfront.co
নিজস্ব চিত্র

আর এদিকে দালাল চক্রের ফাঁদে পা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। ইংলিশ বাজারের বাধা পুকুর থেকে আসা এক মহিলা এদিন অভিযোগ করলেন আধার কার্ড তৈরি করে দেবার নাম করে তার কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে ডাকা হয়েছিল। কিন্তু আজ তিনি এখানে এসে দেখছেন ঐ ব্যক্তি নেই।

আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীরা

এরকমই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন আরো অনেক গ্রাহক বলে অভিযোগ করছেন। অন্য এক গ্রাহকের অভিযোগ ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। অথচ তাকে কুপন দেওয়া হলো না।

অথচ এখান থেকে বলা হচ্ছে প্রতিদিন ১৫০ জন এই পরিষেবা পাবেন। অথচ তার সামনে মোটে ৫৬জন লাইনে দাঁড়িয়ে ছিল। তিনি অভিযোগ করেন বড় একটি দালাল চক্র কাজ করছে এখানে।

উল্লেখ্য মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা গ্রাম উন্নয়ন ভবনের সামনে খোলা হয়েছে আধার সেবা কেন্দ্র। ছুটির দিনেও খোলা থাকছে এই কেন্দ্র। নতুন আধার কার্ড তৈরি এবং সংশোধন করতে পারবেন গ্রাহকরা। কিন্তু এবারে প্রশাসনিক ভবনের ঢিল ছোড়া দূরত্বে এই দালালচক্রের অভিযোগ ঘিরে সরগরম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here