মনিরুল হক, কোচবিহারঃ
বুধবার রাতে কোচবিহার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল চত্বরে এক দালালকে পুলিশের হাতে তুলে দিল রোগীর পরিবার।
অভিযোগ, ওই দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীর রক্তের প্রয়োজন হলে অভিযুক্তই দালাল হাজার টাকার বিনিময়ে একটা রক্তের কার্ড দেয়। কিন্তু ওই কার্ড নিয়ে মাথাভাঙা থেকে রক্ত আনতে গেলে অর্ধেক পথে ফোন করে জানানো হয় মাথাভাঙাতেও রক্তের সংকট রয়েছে।এরপর ওই দালালকে আর খুঁজে পায়না পরিবারের লোকজন।
পরে গভীর রাতে তাকে কোচবিহার হাসপাতলে দেখলে তার কাছে টাকা চায় তারা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরে হাসপাতালে থাকা পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেয় পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ বিদেশ থেকে ফেরায় আতঙ্কিত এলাকাবাসী,জোর করে স্বাস্থ্য পরীক্ষার আর্জি
অভিযোগ, রক্ত জোগাড় করে দেবার কথা বলে রোগী পরিবারের থেকে টাকা নেয় ওই যুবক। কিন্তু সেই রক্ত শেষ পর্যন্ত অমিল থাকলেও টাকা দিতে অস্বীকার করে ওই দালাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584