সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ভাইয়ের স্ত্রীর স্নানের দৃশ্যের ভিডিও ভাইরাল করার অভিযোগে ধৃত ভাসুর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে৷ অভিযোগকারী মহিলা বেলেঘাটা নাইসেডের অস্থায়ী কর্মী হিসাবে কর্মরতা।
নির্যাতিতার অভিযোগ, প্রথমে তার পুত্র সন্তান হলেও ৭ দিনের মাথায় সে মারা যায়৷ তারপর পরপর দুটি কন্যা সন্তান হয়েছে তার ৷ কন্যা সন্তান বলে সম্পত্তির প্রয়োজন নেই , সেই কারণে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় তাকে ৷
আরও পড়ুনঃ লকডাউনেও করোনার দাপট অব্যাহত
তা না করায় তাকে মারধর করার অভিযোগ উঠেছে ৷ মিটার ঘর ভাঙচুর করা হয়েছে তার ৷ শুধু তাই নয় তার এবং তার দুই নাবালিকা মেয়ের স্নানের দৃশ্যের ভিডিও ভাইরাল করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে তার ঘরের জলের লাইন ৷
আরও পড়ুনঃ নিম্নচাপের কারণে উত্তাল দিঘার সমুদ্র,সতর্ক বার্তা জেলা প্রশাসনের
অভিযোগের তীর শ্বাশুড়ি ইলা মন্ডল, ভাসুর প্রদীপ মন্ডল, জা ভবানী মন্ডল, জা এর ছেলে শান্তনু মন্ডল ও তার বৌ অনিতা মন্ডল এবং ননদ শর্মিষ্ঠা মন্ডল ও নন্দাই মিহির মন্ডলের বিরুদ্ধে৷
এই ঘটনায় ভাসুর প্রদীপ মন্ডলকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ তার বিরুদ্ধেই নির্যাতিতা ও তার দুই নাবালিকা কন্যা সন্তানের স্নানের দৃশ্যের ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584