নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মুড়ি বিক্রি করে ফিরে আসার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মধ্যবয়স্কার। ঘটনায় গুরুতর ভাবে আহত তাঁর ভাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুড়াজুড়িতে।
মৃতের নাম সুলেখা মন্ডল (৩৫), আহত ভাইয়ের নাম বাদল মন্ডল (৩০)। বাড়ি কুড়াজুড়িতে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। মধ্যবয়স্কার মৃতদেহ উদ্ধার করে পুলিশে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ মুড়ি বিক্রি করে সাইকেলে ফিরছিলেন ভাইবোন। তখনই কুড়াজুড়িতে রাস্তা পার হওয়ার সময় ঝাড়গ্রাম মেদিনীপুর রুটের গোয়ালতোড়গামী মণিকাঞ্চন নামের একটি যাত্রীবাহী বাস তীব্র গতিতে এসে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারাল চারচাকা, মহানন্দা ক্যানেলে গাড়িসহ দুই আরোহী
ঘটনাস্থলেই মৃত্যু হয় সুলেখা মন্ডলের। সুলেখার ভাইকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়। ঘাতক বাসটি পলাতক।
খবর পেয়ে ঘটনাস্থলে পিড়াকাটা পুলিশ বীট হাউসের পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিস্থিতি। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584