নেশার টাকা না পেয়ে দিদিকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

0
75

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Brother killed sister
আক্রান্ত রিজিয়া।নিজস্ব চিত্র

দিদির কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ভাই সেখ বাপি(২৮)র বিরুদ্ধে।আক্রান্ত দিদি রিজিয়া বিবি (৩৮ )।ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণার মহেশতলা থানার চক কৃষ্ণনগর বারুদ পাড়ায়।

Brother killed sister
ধৃত সেখ বাপি।নিজস্ব চিত্র

সেখ বাপি কৃষ্ণনগর বারুদ পাড়ায় দিদি বাড়িতে বসবাস করছে তিন বছর যাবৎ।অভিযুক্ত আদতে মহেশতলা পৌরসভার ২৫ নং ওয়ার্ডের নিশ্চন্দুপুরের বাসিন্দা।বাবা মারা যাওয়ার পর থেকে দিদির বাড়িতে থাকতে শুরু করে।

 

Brother killed sister
ভেসে যাচ্ছে রক্ত।নিজস্ব চিত্র

নেশার জন্য প্রায়শই টাকার দাবী করে সে।না পেলে ঝগড়া অশান্তি করে টাকা আদায় করত।স্থানীয়দের অভিযোগ যে,সব সময় মদ গাঁজার নেশায় আচ্ছন্ন থাকত সে।আজ রাতে আক্রান্ত রিজিয়া ঘরে রুটি তৈরি করতে ব্যস্ত তখন অভিযুক্ত টাকার দাবী করে,টাকা দিতে অপারগ জানায় আক্রান্ত তখন বাপি অচমকা পিছন থেকে ঘাড়ে বটির কোপ মারে।

Brother killed sister
সামসুন বিবি,প্রতিবেশী।নিজস্ব চিত্র

আক্রান্ত রিজিয়ার আর্তনাদে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়।তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শেষ পাওয়া খবর অনুযায়ী সেখান থেকেও তাকে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুনঃ গৃহবধূকে কুপিয়ে খুন

Brother killed sister
আব্দুর কাদের মোল্লা,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আক্রান্ত রিজিয়ার স্বামী দায়েম আলি সর্দার এবং পুত্র না থাকার সুযোগে এই আক্রমণ বলে অভিযোগ স্থানীয়দের।উদ্ধার করতে আসা প্রতিবেশীরা স্থানীয় মহেশতলা থানায় খবর দিলে
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেখ বাপিকে মহেশতলা থানার পাঁচ মসজিদ কাছ থেকে আটক করেছে।চিকিৎসাধীন রিজিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here