নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ভাইয়ের হাতে খুন হতে হল ভাইকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গুরাইল গ্রাম পঞ্চায়েতের ঘাটিকা গ্রামে। মৃতের নাম নিখিল দাস(৩৮)।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিখিলের পরিবারে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। এরপর তা রাজনৈতিক রং নেয়। জানা যায়, মৃতের পরিবারে তিন ভাইয়ের সংসার। বাবার মৃত্যুর পর বাঁধে জমি নিয়ে গন্ডগোল। দীর্ঘদিন ধরে চলে এই বিবাদ, পৈত্রিক সম্পত্তি নিয়ে। মৃত নিখিল দাস ছিল বিজেপি কর্মী,মৃতের দুই ভাই রাম দাস ও নিরদ দাস টিএমসি কর্মী বলে পরিচিত এলাকায়।
আরও পড়ুনঃ ভারী তুষারপাতের জেরে জাপানে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার
গতকাল বিকেলে এলাকায় একটি হাটে ভাই রাম দাস নিখিল কে একা পেয়ে ধারালো কুড়াল দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে।এবং সেখানে ফেলে পালিয়ে যায়। এরপর এলাকাবাসীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে রাত্রে। আজ শুক্রবার ভোরে মৃত্যু হয় নিখিলের।
আরও পড়ুনঃ অফিস থেকে সরল মমতার ছবি, দলত্যাগের তালিকায় শীলভদ্রও
আরও পড়ুনঃ তৃণমূল ত্যাগী শ্যামাপ্রসাদকে দলে নেওয়ার বিরুদ্ধে বিষ্ণুপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ
নিখিলের মৃত্যু নিয়ে বিজেপি রাজ্য নেতা নিলাঞ্জন রায় জানান, বাংলায় টিএমসি যেভাবে হিংসা শুরু করেছে তাতে বিজেপি কর্মী কে একের পর এক হত্যা করে চলেছে। কারণ হিসাবে তিনি জানান, যেনতেন প্রকারে বিজেপি কর্মীদের প্রাণে মেরে ফেলাই তাদের কাজ।
অপরদিকে টিএমসির কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানান, তপনের এই ঘটনা কোন রাজনৈতিক বিষয় নিয়ে নয় পুরোটাই তাদের বিষয়সম্পত্তি নিয়ে বিবাদ। এর জেরে খুন হয় এক ভাইয়ের হাতে ভাই। বিজেপি টিএমসির ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছে।
নিখিল দাস এর পরিবার থেকে অভিযুক্ত রামদাসের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি।অভিযুক্ত রামদাস পলাতক বলে তপন থানা সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584