লিচু বাগান নিয়ে ঝামেলার জেরে দাদাকে কুপিয়ে খুন করল ভাই

0
76

ভাস্কর ঘোষ, জঙ্গিপুর:– লিচু বাগান নিয়ে ঝামেলার জেরে দাদাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল ভাই। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুর গ্রামপঞ্চায়েতের হাউসনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফিরোজ শেখ (৪৫)। ফরাক্কার হাউসনগর গ্রামেই তাঁর বাড়ি। সে পেশায় একজন কৃষক ছিলেন। পুশিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।অভিযুক্ত ভাই ডালিম শেখ ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। মৃতার মা শেফালী বেওয়া তাঁর ছোট ছেলে ডালিম শেখের নামে ফরাক্কা থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন।


ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, লিচু বাগান নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত ডালিম শেখ পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার হাউসনগর গ্রামে তাদের একটা লিচু বাগান আছে। বাবা মনসুর শেখ মৃত্যুর আগে তাঁর জমিজমার বেশকিছু অংশ বড় ছেলে ফিরোজকে লিখে দিয়ে যান। গত বছর সেই বাগানে ফিরোজ শেখ লিচু চাষ করেন। এবছর ওই নাগানের ভাগ দাবি করে ডালিম শেখ। বাগানের কে কোন অংশ নেবে তা নিয়ে ফিরোজ ও ডালিমের মধ্যে বেশ কয়েকদিন থেকেই ঝামেলা শুরু হয়। এদিন তা চড়মে উঠলে ডালিম ঘর থেকে একটি ধারালো হাঁসুয়া বের করে নিয়ে এসে ফিরোজ শেখের গলাই কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজ শেখের। ঘটনার পর ডালিম পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতার মা শেফালী বেওয়া অভিযোগ, তাদের দুই ভায়ের ঝগড়া চলছিল। সেইসময় হঠাৎ ছোট ভাই ডালিম হাঁসুয়া এনে দাদাকে কুপিয়ে খুন করে। আমি ওর উপযুক্ত শাস্তি চাইছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here