পিয়ালী দাস,বীরভূমঃ
বৃহস্পতিবার বোলপুরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাকার ছেলে সুমিত রঞ্জন মণ্ডল।
এদিন বোলপুর রেল ময়দানে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে দেওয়া হয় সুমিত মন্ডলের হাতে।
এছাড়াও এদিন বোলপুর এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজারেরও বেশি কর্মী বিজেপিতে যোগদান করলেন বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের।
বিজেপিতে যোগ দিয়ে সুমিত দাবি করেন,“তিনি অনুব্রত মণ্ডলের আত্মীয়।সম্পর্কে অনুব্রত মণ্ডল তাঁর দাদা।
বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি জানান, “ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, এ তো সবে শুরু, আস্তে আস্তে গোটা বীরভূম এর সমস্ত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবে। তবে এই বিষয় নিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান,কোন হরিদাস পাল কে ওরা ধরে নিয়ে এলো আরো আমার ভাই হয়ে গেলো।সুমিত আমার ভাই কে বলল? আমরাতো তিন ভাই।আমার বাবার তো কোন ভাই নেই,পাশের বাড়িতে থাকে দাদা বলে তাতে কি আমার ভাই হয়ে গেলো।
আরও পড়ুনঃ সাঁইথিয়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ,ধৃত ৬
সুমিতের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে অনুব্রত মণ্ডল বলেন, একটা লম্পট ছেলে,বাড়িতে বউ আছে অথচ অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন। বিজেপিকে বলুন দশটা লোক বার করতে তাহলে বুঝে যাবো তো হিম্মত আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584