জনসংযোগ মিছিলে নিহত কুরবানের দাদা

0
57

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

দুর্গাপূজার নবমীর দিন গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুরবান শাহের, এর ফলে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছিল।

Brother of dead kurban at public relation rally  | newsfront.co
নিজস্ব চিত্র

অবশেষে মঙ্গলবার জনসংযোগ যাত্রায় পা মেলালেন কুরবান শাহের দাদা আফজল শাহ। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা মাইসোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইকের মাধ্যমে জনসংযোগ যাত্রা শুরু হয়। এই দিন এই বাইক মিছিলে কয়েকশো কর্মী-সমর্থক অংশগ্রহণ করে।

Brother of dead kurban at public relation rally 2 | newsfront.co
আফজল শাহ। নিজস্ব চিত্র

এদিন কুরবান শাহের দাদা আফজল শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুভেন্দু বাবুর নির্দেশে আজ থেকে শুরু হল আমাদের জনসংযোগ যাত্রা।

আরও পড়ুনঃ জনগণকে সচেতন করতে বনগাঁ রেল পুলিশের জরুরী পদক্ষেপ

আগামী দিনে এলাকার উন্নয়নে কিছু খামতি রয়েছে কিনা বা আগামী দিনে আরও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবেন এমনই আশ্বাস দেন আফজল শাহ। তিনি আরো বলেন কোন বিরোধী শক্তি থাকবে না সবাই একত্রিত হয়ে উন্নয়নের পথে হাঁটবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here