মামার বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু ভাই ও বোনের

0
253

ভাস্কর ঘোষ, বহরমপুর, ১৭ মার্চঃ-

মামার বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল ভাই ও বোনের। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার খামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এলাকায় শোঁকের ছায়া নেমে আসে। মৃতদের নাম পূজা যাদব (১৩) ও আশীষ যাদব (৮)। শুক্রবার দুপুরে মামার বাড়ির পাশে দুই ভাই-বোনে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। স্থানীয়রা তাদের দুজনকেই জল থেকে উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই আশীষের মৃত্যু হয়। ঘটনায় পূজা গুরুতর অসুস্থ হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে ওই হাসপাতালেই মারা যায় পূজা।

হাসপাতালে পূজার মৃতদেহ

শনিবার সকালে মৃতদেহ দুটি ময়য়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে দৌলতাবাদ থানার পুলিশ।
জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে উত্তর প্রদেশের বাসিন্দা ধর্মেন্দ্র যাদব তাঁর স্ত্রী ও চার ছেলে মেয়েকে নিয়ে ২২ বছর পর বেড়াতে আসে‌ন দৌলতাবাদ থানার খামারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে। শুক্রবার দুপুরে মামার বাড়ির সামনে একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় পূজা ও আশীষ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here