সন্তানের মৃত্যুর সঠিক তদন্তের স্বার্থে ধর্মান্তরিত

0
123

ওয়েব ডেস্ক, নিউজফ্রন্টঃ

পুলিশ তার ছেলের মৃত‍্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ায়  হতাশ হয়ে এক ব‍্যক্তি তার পরিবারের বারো জন সদস‍্য ধর্মান্তরিত হলেন।

ধর্মান্তরণ

উত্তরপ্রদেশের বাগপথ জেলার ছাপরাউলি থানার বদরখা গ্ৰামের আখতার আলী(৬৮)মহকুমা শাসককে এফিডেভিট কপি জমা দিয়ে এই ধর্ম পরিবর্তন করেছেন বলে দ‍্যা হিন্দু সূত্রে জানা গেছে।

এই ধর্ম পরিবর্তন হয়ত তার ছেলের মৃত‍্যুর ঘটনার তদন্তকে ত্বরাণ্বিত করবে বলে উল্লিখিত ব্যক্তি মনে করেন।বাগপথের মহকুমাশাসক রিষিরেন্দ্র কুমার জানিয়েছেন যে, আখতারের পরিবারের সদস্যরা স্পষ্টভাবে জানিয়েছে যে তারা তাদের ধর্ম পরিবর্তন করেছে পুলিশের তদন্তে খুশি নয় বলে।ছেলের মৃত্যুর যাতে সঠিক তদন্ত হয় সে কারণেই তারা নিজেদের ধর্ম পরিবর্তন করে।রাজ্যের যুব হিন্দু বাহিনীর তরফে শৌকেন্দ্র খোকার জানান যে,ওই মুসলিম পরিবার যজ্ঞ ও অন্যান্য রীতিনীতি মেনে নিজেদের নাম বদলের মাধ্যমে মুসলিম থেকে হিন্দু হয়েছেন।

মৃত সন্তানের ছবি হাতে পিতা।

উল্লেখ‍্য,আখতার আলীর(বর্তমান নাম ধরমবীর সিং)ছেলে গুলসানকে খুন করে মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়।কিন্তু পরিবারের তরফে অভিযোগ এই যে,পুলিশ এই ঘটনাকে নিছক আত্মহত্যা বলে তদন্ত বন্ধ করে দেয়।(ছবি -সংগৃহীত)

এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে বিতর্কের ঝড়।

আরও পড়ুনঃ দাড়িভিট কান্ডে নিহতের বাড়িতে বিনোদশঙ্কর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here