নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করছে মাদক কারবারিরা। মাদক পাচারের ঘটনায় এমনই আন্তর্জাতিক যোগাযোগের খবর সামনে উঠে এসেছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, মায়ানমার থেকে বাংলাদেশে রাজ্যে ঢুকছে এই মাদক। রায়গঞ্জ হয়ে মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার পৌঁছচ্ছে উত্তর ভারতের নানা প্রান্তে।
সম্প্রতি রায়গঞ্জে ধৃত দুই পাচারকারীকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করে এমন কথা জানতে পেরেছেন। রায়গঞ্জে সম্প্রতি দুই ব্রাউন সুগার পাচারকারী ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা।
এলাকা থেকে কিভাবে ব্রাউন সুগার যুব সম্প্রদায়ের হাতে পৌঁছয় তা ধৃতদের কাছ থেকে জানতে পারেন তদন্তকারীরা। এর পাশাপাশি আন্তর্জাতিক কোন পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা সেসব তদন্ত করে দেখা হয়।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে ইসলামপুরে
তদন্তকারীরা জানতে পেরেছেন, মুর্শিদাবাদের ওমরপুর এলাকা থেকে নয়শো গ্রাম ব্রাউন সুগার নিয়ে ডালখোলা যাচ্ছিল দুই পাচারকারী। সেখান থেকে ছোট ছোট ভাগে ভাগ হয়ে বিভিন্ন ক্যারিয়ারে কাছে পৌঁছত ব্রাউন সুগার। তবে মুর্শিদাবাদের ওমরপুর এলাকায় ওই ব্রাউন সুগার এল কি করে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। এরপরই তাদের সামনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584