মীর রাকেশ রৌশান, নিউজফ্রন্টঃ ১৭ই ফেব্রুয়ারি, ১৬০০ খ্রীষ্টাব্দে পুড়িয়ে মারা হয়েছিল ইতালীয় দার্শনিক জির্দানো ব্রুনোকে। ধর্ম আর বিজ্ঞানের লড়াই বহু দিনের।ধর্ম বিরোধিতার অপরাধে তাকে পুড়িয়ে মারা হয়। কিন্তু বিজ্ঞান থেমে থাকেনি, তাই বিজ্ঞান শহীদ জিওর্দানো ব্রুনো স্মরণে ব্রুনো দিবস পালন করে বহরমপুর উত্তরণ সমাজ। বহরমপুর গ্রান্ট হল থেকে পথযাত্রা শুরু হয়ে স্বর্নময়ী বিবেকানন্দ মূর্তির পাশে শেষ হয়। ব্রুনোকে স্মরণ করে একটি পথ নাটিকা (ব্রুনোরা মরে না) করেন বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমের সদস্য-সদস্যারা। পথযাত্রায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সম্পাদক বিপ্লব বিশ্বাস, এপিডিআরএর জেলা সভাপতি সনৎ কর, পঃবঃ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা সভাপতি পুস্পক পাল, সম্পাদক তপন সামন্ত, মহলন্দী আলোর ঠিকানার সহ সম্পাদক, জলাভূমি রক্ষা কমিটির সম্পাদক শুক্লা মণ্ডল, বিজ্ঞান ভাবনার সম্পাদক দিলীপ দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিজ্ঞান, যুক্তিবাদী ও মানবতাবাদী সাংস্কৃতিক ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা।
ব্রুনোকে কেন্দ্র করে বহরমপুর উত্তরণ সমাজ নতুন অব্দ 418 ব্রুনাব্দের সূচনা মূলক অনুষ্ঠান করবে আগামী দুই দিন ব্যপী। নানা বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রিক অনুষ্ঠান করবে বহরমপুর YMA মাঠের বিবেকানন্দ মিশনে। অংশগ্রহণ করবেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584