নৃশংসভাবে তৃণমূল কর্মী খুন লাভপুরে

0
214

পিয়ালী দাস, বীরভূমঃ

প্রথমে বোমা মেরে ও পরে গুলি করে খুন করা হল লাভপুরের এক তৃণমূল নেতাকে। তাঁর নাম সাগর শেখ(৩৫)।নানুরের কীর্ণাহার থেকে ফেরার পথে তাঁকে খুন করা হয়। এই ঘটনায় সি পি আই (এম) আশ্রিত দুষ্কৃতিরা জড়িত বলে দাবি করেছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।আজ লাভপুরে যাবেন তিনি। তবে জেলার রাজনৈতিক মহল বলছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হয়েছে সাগর শেখ।
সাগর শেখের বাড়ি লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়ায়।আজ সন্ধ্যায় নানুরের কীর্ণাহার থেকে মেয়ে রোজিয়াকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিল সাগর।সেই সময় বলরামপুর গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধে তার পথ আটকায় একদল দুষ্কৃতি। মেয়েকে বাইক থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সাগর শেখের মুখ লক্ষ্য করে প্রথমে বোমা মারে তারা। এরপর তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।

নিহত তৃণমূলকর্মী।নিজস্ব চিত্র

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় চলছে পুলিশি টহল।
তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “সাগর শেখ দলের সক্রিয় কর্মী ছিলেন।সি পি আই (এম)-এর দুষ্কৃতিরা তাঁকে বোমা মেরে ও গুলি করে খুন করেছে।” যদিও, এই অভিযোগ অস্বীকার করে সি পি আই (এম)-এর প্রাক্তন সাংসদ তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রামচন্দ্র ডোম বলেন, “সি পি আই (এম)-এর কেউ এই ঘটনায় জড়িত নয়। তৃণমূল নিজেদের কোন্দলের দায় আমাদের উপর চাপাতে চাইছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here