নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। আর সেই উপলক্ষে এই বছরটিকে স্মরণীয় করে রাখতে বিএসএফ-বিডিআর এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মৈত্রী সাইকেল র্যালি। যে র্যালিটি ভারতের ছয়টি রাজ্য কে ছুঁয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট ৪ হাজার ৬৬ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১৭ই মার্চ মিজোরামের সিলকোট বিওপি তে গিয়ে শেষ হবে।
আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লক্ষ্মী-নারায়ণপুর সীমান্ত থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হল। এই র্যালিটিও আগামী ১৭ই মার্চ অন্যান্য সাইকেল র্যালির সাথেই সিলকোট বিওপিতে গিয়ে শেষ হবে।
আরও পড়ুনঃ জি-৭ বৈঠকে মোদীকে আমন্ত্রণ
দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হওয়া এই র্যালির সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিএসেফের পক্ষে ডি আই জি রাজীব রঞ্জন শর্মা ও বিডিআর এর পক্ষে আদাতলা বিওপি- র ১৬ ব্যটিলিয়নের সুবেদার আব্দুল লতিফ। এই সাইকেল র্যালির নেতৃত্ব দিচ্ছেন টিম ক্যাপ্টেন জিতেন্দ্র কুমার এবং জিতেন্দ্র সিং । এই বর্ণাঢ্য সাইকেল র্যালিকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন লক্ষ্মী-নারায়ণপুর সীমান্তের অসংখ্য সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584