শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের ১৭৪নং ব্যাটেলিয়ান সাথীমারি বিএসএফ এর উদ্যোগে আয়োজিত হল পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়।
এদিনের এই দৌড় প্রতিযোগিতা কুসুমন্ডি পেত্নী দিঘী এলাকা থেকে শুরু হয়ে সাথীমারি ১৭৪নং ব্যাটেলিয়ান ক্যাম্পে গিয়ে শেষ হয়। কুসুমন্ডি ব্লকের প্রায় ৩০০ জন প্রতিযোগী এই বিশেষ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।
এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ১৭৪নং ব্যাটেলিয়ান হাইকমান্ডের হাম স্বরাজ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আশিষ সুদ, কমান্ডার হীরেন্দ্রনাথ সিং, প্রাক্তন বিএসএফ প্রধান মহানন্ মার্ডি সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ প্রসব ইউনিটে বসলো শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র
ম্যারাথন দৌড় প্রসঙ্গে বিএসএফ কমান্ডার হাম স্বরাজ জানান “এলাকার প্রায় কমবেশি ৩০০ জন প্রতিযোগীর এই বিশেষ মিনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে। এদিনের এই ম্যারাথন দৌড় মোট ২টি বিভাগে অনুষ্ঠিত হবে। পেত্নী দিঘী এলাকা থেকে শুরু করে সাথীমারি ১৭৪নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পে গিয়ে শেষ হবে এই বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।”
এইদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয় সুলতান মাহমুদ এবং মহিদ রেজা। তাদের হাতে ট্রফিসহ নগদ টাকা তুলে দেয় বিএসএফ হাইকমান্ডর হাম স্বরাজ। এছাড়াও যুগ্মভাবে রানার্স গোপাল সরকার এবং তাঁজিরুল ইসলাম কেও বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
এই প্রসঙ্গে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী সুলতান মাহমুদ জানালেন বিএসএফকে ধন্যবাদ জানাই এই ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করার জন্য, এই দৌড় প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি আগামীতে আরও বড় জায়গায় অংশ গ্রহণ করার ইচ্ছে রয়েছে আমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584