তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ ও হেমতাবাদের সীমান্তে জনকল্যাণ মূলক কর্মসুচী পালিত হল বিএসএফের উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদের নওদা পঞ্চায়েত এলাকার বরকত পাড়া বিওপিতে এই জনকল্যাণ কর্মসুচীর আয়োজন হয়।
বিএসএফের ১৭৫ নম্বর ব্যাটিলিয়ানের উদ্যোগে এদিনের কর্মসুচীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলব্যাগ, শিক্ষা সামগ্রী ও যুব সমাজের জন্য ক্রিকেট, ভলিবল, ফুটবল, দাবা, ক্যারাম, লুডো, ব্যাডমিন্টনের মতো খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
আরও পড়ুনঃ ভাষাদিবসে এনআরসি-সিএএ বিরোধী রোড রেস
এছাড়াও পানীয়জলের ট্যাংক, টর্চলাইট, ছাতা, শাড়ি, লুঙ্গি, চাদর বিলি করা হয়। এই জনকল্যাণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন বিএসএফের ১৭৫ নম্বর ব্যাটিলিয়ানের কমান্ডার রোনাল্ড জবাহর হাঁসদা,ডিসি এম.এস. মির্জা, নওদা পঞ্চায়েতের উপপ্রধান প্রমুখ। হেমতাবাদের মালোন, ভানোইল এলাকার সঙ্গে কালিয়াগঞ্জের মিত্রবাটি ও উত্তর লক্ষীপুর সীমান্ত এলাকার স্কুল ও বাসিন্দাদের জন্য এই সামগ্রী তুলে দেয় বিএসএফ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584