আটক মৎস্যজীবীদের উদ্ধারে আজ ফের ফ্ল্যাগ মিটিং বিএসএফ-বিজিবি

0
84

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বিজিবির হাতে ধৃত মৎস্যজীবীকে উদ্ধার করতে ফ্ল্যাগ মিটিং-এ বিএসএফ বিজিবি’র গুলি বিনিময়ে উত্তপ্ত হয় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি থানার কাকমারি চর।

BSF BGB flag meeting at Jalangi | newsfront.co
নিহত বিএসএফ জওয়ানের মৃত দেহ ময়নাতদন্তের পরে। নিজস্ব চিত্র

জানা যায় তিন মৎস্যজীবীকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আটক করেন এবং দুজনকে ছেড়ে দেন একজনকে আটকে রাখেন তাদের সঠিক প্রমাণপত্র নিয়ে ইন্ডিয়ান বর্ডার আধিকারিককে সঙ্গে নিয়ে যাবার কথা বলেন ঠিক সেই মতই বিএসএফ আধিকারিক জানান ভারতীয় মৎসজীবীকে উদ্ধার করার জন্য সঙ্গে ৬ জন ।

BSF BGB flag meeting at Jalangi | newsfront.co
প্রতীক্ষা! আটক মৎস্যজীবীর মা। নিজস্ব চিত্র

যাওয়ার পরে দু’পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলাকালীন হঠাৎ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে ফায়ারিং শুরু হয় ফিরে আসার চেষ্টা করা হয কিন্তু তাদের ছোঁড়া গুলিতে বিজয় ভান নামে হেড কনস্টেবলের মাথায় এসে লেগে যায় গুলি আর সেখানেই মৃত হয়, আর এক জওয়ানের হতে গুলি লাগে, তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

BSF BGB flag meeting at Jalangi | newsfront.co
আটক মৎস্যজীবীর কন্যা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আসাম এনআরসি’র কো-অর্ডিনেটরকে বদলির নির্দেশ সুপ্রিম কোর্টের

BSF BGB flag meeting at Jalangi | newsfront.co
স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র

আজ আবার ফ্ল্যাগ মিটিং করতে বসেছেন দুইপক্ষ এখনও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছেই আছেন প্রণব মন্ডল তাকে ফিরিয়ে আনার জন্যই আজকের মিটিং বলে জানা গিয়েছে। তবে কবে কখন কিভাবে প্রণব মন্ডলকে ছাড়া হবে সেটা এখনও পরিষ্কার নয়। আর যে দুই জন ফিরে এসেছিল তাদেরকে বিএসএফ বাড়িতে এসে নিয়ে গিয়েছে, তারা এখনও ফেরেনি বলে জানান পরিবারের লোকেরা। যদিও এখনও পর্যন্ত বিএসএফ কর্তৃপক্ষ এবিষয়ে কোন প্রতিক্রিয়া জানায় নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here