জনসাধারণের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা বীরপাড়ায়

0
70

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সোমবার মাদারিহাট বীরপাড়া ব্লকের লঙ্কা পাড়ায় জনসাধারণের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করল সিমলা বাড়ি ফালাকাটা এস,এস,বি ৫৩ নং ব্যাটেলিয়ান।

bsf indian army arrange fresh drinking water in birpara | newsfront.co
পানীয় জলের ব্যবস্থা। নিজস্ব চিত্র

এ দিন এস,এস,বি-র সামাজিক কর্মসূচী প্রকল্পের মাধ্যমে এলাকাবাসী এবং বাইরে থেকে আসা পর্যটকদের দীর্ঘ দিনের জলের সমস্যা কিছুটা হলেও সুরাহা হল এস,এস,বি-র সামাজিক এই প্রকল্পের মাধ্যমে।

bsf indian army arrange fresh drinking water in birpara | newsfront.co
ফিতে কাটা হচ্ছে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিজ হাতে সবজি বাগান তৈরি করে মিড ডে মিলের ব্যবস্থা

এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস,এস,বি ফালাকাটা ৫৩ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অরবিন্দ কুমার, ইন্সপেক্টর আনন্দ কুমার, লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের  প্রধান সুজাতা মঙ্গর ছেত্রী, উপপ্রধান বিনেশ রাই, লঙ্কা পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ প্রসাদ, বন দপ্তরের বীট অফিসার রুপেশ মোধেয়-সহ এস বি ও এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here