বৃক্ষরোপণ করে পরিবেশ দিবস উদযাপন বিএসএফ জাওয়ানদের

0
77

মনিরুল হক, কোচবিহারঃ

মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশের সুরক্ষার কথা ভেবে বৃক্ষরোপণ করলেন বিএসএফ জাওয়ানরা। আজ বিশ্ব পরিবেশ দিবসে কোচবিহার ২ নং ব্লকের কাঁকড়িবাড়িতে বিএসএফ এবং ডিআইজি হেড কোয়াটারে ভিতরে এই বৃক্ষরোপণ করা হয়। জানা গিয়েছে, কোচবিহারের কাঁকড়ি বাড়ির এই হেড কোয়াটারের অধীনে বিএসএফের ৩৮, ৪২, ৯৮ এবং ১০১ ব্যাটেলিয়ান রয়েছে। এদিন বিএসএফ জাওয়ানরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন। এদিন প্রায় ২৫০ চারাগাছ লাগানো হয়।

নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কোচবিহার হেড কোয়াটারের ডিআইজি সি এল বেলওয়া ও অন্যান্য আধিকারিকরা। বিএসএফের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর বিকাশ সিং বলেন, “আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। অনেক চারা গাছ লাগানো হল। এরপর আমাদের ডিআইজি সাহেব পরিবেশ সংক্রান্ত বিষয়ে ভাষণ রাখেন। আজকে প্রায় ২৫০ গাছ লাগানো হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here