জিরো পয়েন্টে হওয়া ফসলের জন্য ‘গেট’ খুললো সীমান্ত রক্ষী বাহিনী

0
37

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সীমান্তে হওয়া ফসল তুলে আনতে কৃষকদের জন্য কাঁটাতার বেড়ার গেট খুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী। তবে কৃষকদের বক্তব্য, কমপক্ষে তিন দিনের জন্য কাঁটাতারের ওপারে ‘জিরো পয়েন্টে’ হওয়া গম কেটে নিয়ে আসার অনুমতি দিয়েছে বিএসএফ।

Tractor | newsfront.co
ট্রাক্টর বোঝাই গম। নিজস্ব চিত্র

এ দিকে কাঁটাতারের বেড়ার গেট খুলতেই এদিন সকাল থেকে কৃষকেরা জমিতে গম কাটার কাজ শুরু করে দেন। তারপর ট্রাক্টরে বোঝাই করে এপারে নিয়ে আসা হয় গম।

আরও পড়ুনঃ সাফাই কর্মীদের মুখে আবরণ না থাকায়, মাস্ক বিতরণ পুরসভার চেয়ারম্যানের

তবে উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় কয়েকশো বিঘা আবাদি জমি রয়েছে। এবার লকডাউনের কারনে সীমান্তের কাটা তারের বেড়ার গেট খুলছিল না সীমান্ত রক্ষী বাহিনী।

তার জেরে ব্যাপক সমস্যায় পড়েছিলেন গোয়ালপোখর, করনদিঘির কৃষকেরা।তবে এ বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনীর এক আধিকারিক বলেন, ‘‘কৃষকদের অসুবিধা যাতে না হয়, সে বিষয়টি আমরা দেখছি।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here