বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মৈত্রী সাইকেল র‍্যালি বিএসএফ-র

0
56

মনিরুল হক, কোচবিহারঃ

cycle rally | newsfront.co
সাইকেল র‍্যালি ৷ নিজস্ব চিত্র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের শততম জন্ম জয়ন্তী পালন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। দক্ষিণবঙ্গ থেকে ১৩ জনের একটি সাইকেল র‍্যালি শুরু হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের জন্মজয়ন্তী পালন করার লক্ষ্যে ভারত বাংলাদেশ মৈত্রী বার্তা নিয়ে এই সাইকেল র‍্যালি শুরু হয়েছে।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

গত ২৬শে জানুয়ারি এই সাইকেল র‍্যালি জলপাইগুড়ি সেক্টরে প্রবেশ করে। সেখান থেকে সেদিন দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকায় প্রবেশ করে এই র‍্যালি। গত ২৯ জানুয়ারি এই র‍্যালি প্রবেশ করে চৌধুরীহাটে। সেখানে ১৯২ নং জওয়ানদের তরফে এই ১৩ জন সীমান্তরক্ষী বাহিনী যারা সাইকেল চালিয়ে আসছেন তাদের শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করা হয়। একই সাথে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানও রাখা হয়।

এরপর গতকাল এই র‍্যালি প্রবেশ করে তুফানগঞ্জের বালাভুত এলাকায়। সেখানেও এই ১৩ জন সীমান্তরক্ষী বাহিনী যারা সাইকেল চালিয়ে আসছেন তাদের শুভেচ্ছা এবং সম্মাননা প্রদান করে ৬২ নং জওয়ানরা। একই সাথে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানও রাখা হয়। প্রায় ৪ হাজার কিলোমিটারের এই সাইকেল র‍্যালি ভারত-বাংলাদেশ মৈত্রীর বন্ধন কে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিএসএফ আধিকারিকরা ।

আরও পড়ুনঃ প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রীকে চাকরি রাজ্য সরকারের

বিএসএফ আধিকারিকরা জানান, বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক যথেষ্ট ভালো। সীমান্ত এলাকায় বিএসএফ এবং বিজিবি যৌথ উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় ক্রাইম রেট যথেষ্ট কমিয়ে দিতে সক্ষম হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী। এই মৈত্রীর বার্তা বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে, যা দুই দেশের আভ্যন্তরীণ সম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করতে সাহায্য করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here