শিক্ষকের ভূমিকায় জওয়ান

0
55

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার স্কুলে শিক্ষকের ভূমিকায় বি.এস.এফ জওয়ানরা।

BSF | newsfront.co
নিজস্ব চিত্র

সীমান্ত এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের ভারতের সংবিধান বিষয়ক পাঠদান ও নাগরিক হিসাবে দেশের প্রতি কর্তব্যবোধ বিষয়ে অবহিত করা এবং দেশের প্রতি সেই কর্তব্যবোধ পালনে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হিলি থানা এলাকা অভ্যন্তরস্থ জামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানিকোর আদিবাসী হাই স্কুলে শিক্ষকের ভূমিকায় দেখা গেল বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের জওয়ানদের।

আরও পড়ুনঃ তামাক ব্যবহার নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ শিবির

বি.এস.এফ জওয়ানরা দিলেন ছাত্র ছাত্রীদের ভারতের সংবিধানের পাঠ। জানা গেছে শুধু মানিকোর আদিবাসী হাই স্কুল নয়, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ৫ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত প্রতিটি স্কুলেই বি.এস.এফ-এর পক্ষ থেকে এই পাঠদান প্রক্রিয়া চলবে।

এও জানা গেছে বি.এস.এফ-এর হেড কোয়ার্টার থেকে ইতিমধ্যেই এই বিষয়ক একটি নির্দেশিকা এসেছে। বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের মথুরাপুর বর্ডার আউটপোস্টের কম্পানি কম্যান্ডার সঞ্জীব রায় জানিয়েছেন প্রথমে ভাষণের মাধ্যমে এই পাঠদান চলবে এবং পরবর্তীতে ছাত্র ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here