হরষিত সিংহ,মালদহঃ
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক টাকার ফেনসিডিল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করল সীমান্ত বাহিনীর জওয়ানেরা।বৃহস্পতিবার ভোর নাগাদ মালদহের কালিয়াচক থানার মিলিক সুলতানপুর বিওপি এলাকা থেকে উদ্ধার করা হয়।
ভারতীয় সীমান্ত বাহিনী সুত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোর সীমান্ত এলাকায় টহলদারী দিচ্ছিল সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। সেই সময় সীমান্তের কাঁটা তার বেড়ার পাশে বস্তা ভর্তি কিছু দেখতে পায়। কর্মরত জওয়ানেরা বস্তা পরীক্ষা করে দেখে বস্তার মধ্যে বেঅইনি ফেনসিডিল রয়েছে। পাশেই পড়ে রয়েছে একটি ধারালো অস্ত্র। জওয়ানেয়া সেগুলি উদ্ধার করে। বৃহস্পতিবার উদ্ধার ফেনসিডিলগুলি কালিয়াচক কাস্টম কর্তাদের হাতে তুলে দেয় সীমান্ত বাহিনীর কর্তারা।
জানা গিয়েছে এদিন প্রায় সাতশো নব্বই বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।যেগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পুলিশের প্রাথমিক আনুমান বাংলাদেশ পাচারের উদ্দেশ্য সীমান্ত এলাকায় সেগুলি মজুত করেছিল পাচারকারীরা। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584