শ্যামল রায়, নদীয়াঃ
বিএসএনএল ঠিকা কর্মচারী ইউনিয়নের তরফ থেকে ডিএম অফিস ঘেরাও করলো শ্রমিকরা। বৃহস্পতিবার ইউনিয়নের কার্যকরী সভাপতি নদিয়া জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবী সুব্রত ঘোষ জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে বিএসএনএল কর্মচারী ও ঠিকা কর্মচারীরা বেতন পাচ্ছেননা। ফলে তাদের সংসার চালাতে চরম ভাবে আর্থিক সংকটের মধ্যে দিন যাপন করতে হচ্ছে।

সুব্রত ঘোষ জানান যে “কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক লাভজনক সংস্থাগুলি বেসরকারিকরণ করছে। অথচ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএল -র কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের মরণাপন্ন অবস্থা।
আরও পড়ুনঃ আন্দোলনে পথে নামল মালদহের ই-রিকশা চালকেরা
এমতাবস্থায় যাতে ঠিকা কর্মচারীরা ঠিকমতো বেতন পেতে পারে তার জন্য আমরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।” জেলা শাসক বিভু গোয়েল জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584