কোচবিহারে বিএসএনএল কর্মীদের হাতে হেনস্থার শিকার প্রাক্তন সেনাকর্মীরা

0
63

মনিরুল হক, কোচবিহারঃ

কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসায় জড়ালেন প্রাক্তন সেনাকর্মীরা। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড -এর কোচবিহার জেলার সব দফতর গুলিতে।

bsnl officer | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। এরপর থেকেই কাজের পুনর্বহালের দাবিতে বিগত এক বছর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাক্তন সৈনিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

আরও পড়ুনঃ মণীশ হত্যাকাণ্ডে ধৃত ৪, জেরায় আগ্নেয়াস্ত্র সহ বাইক উদ্ধার সিআইডির

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কেন্দ্রের কৃষি বিল,হাথরাস কান্ডের প্রতিবাদে শালবনিতে তৃণমূলের ধিক্কার মিছিল

বৃহস্পতিবার কোচবিহার জেলায় বিএসএনএলের সদর দফতর সাগর দিঘীর পাড়ে আন্দোলনে শামিল হন ওই প্রাক্তন সৈনিক সংঘের সদস্যরা। বিএসএনএলের কর্মীরা প্রাক্তন সেনাকর্মীদের গালিগালাজ ছাড়াও এদিন তাদের গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সৈনিকরা।

এদিন ওই সংঘের সম্পাদক তপন চৌধুরী অভিযোগ করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সংগঠনের আলোচনা চললেও, দেশের প্রাক্তন সেনাকর্মীদের অপমান মেনে নেওয়া যায়না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here