পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতা সুশান্ত ভদ্র জানালেন, বিএসএনএলের রায়গঞ্জ ডিভিশনে মোট ১৩২ জন অস্থায়ী কর্মী রয়েছেন।দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ করে গেলেও তাদের নথিভুক্ত অস্থায়ী কর্মীর মর্যাদা দিচ্ছেনা বিএসএনএল কর্তৃপক্ষ।নথিভুক্ত কর্মচারীর মর্যাদা পেলে এই কর্মীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে৷যেখানে নথিভুক্ত অস্থায়ী কর্মীর বেতন ১২ হাজারেরও বেশি,সেখানে অনথিভুক্ত কর্মীদের বেতন মাত্র ৩৫০০ থেকে ৩৭০০ টাকা।সুশান্তবাবু আরো জানান যে তারা চার বছর আগে এই বৈষম্য দূরকরার জন্য ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন।
সম্প্রতি ট্রাইবুনাল ১৩২জন অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে ট্রাইব্যুনালের এই রায় দ্রুত কার্যকরী করা হলে অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বৈষম্য দূর হবে বলে দাবি করেন তিনি৷ যদিও বিএসএনএলের রায়গঞ্জ ডিভিশনের এক আধিকারিক জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখান থেকে নেওয়া যাবেনা ৷ যেহেতু কলকাতা ট্রাইব্যুনাল রায় দিয়েছে তাই কলকাতা অফিস থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ কালনা ধর্ষণ মামলায় দোষীর সাত বছরের জেল হেফাজত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584