উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড বিধানসভা ভোটে জোট নয় : মায়াবতী

0
68

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আগামী বছরের গোড়ার দিকে বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে। বসপা সুপ্রিমো মায়াবতী জানালেন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে একাই লড়াই করবে তাঁর দল। শুধুমাত্র পাঞ্জাব নির্বাচনে শিরোমনি অকালি দলের সঙ্গে রাজনৈতিক জোট হয়েছে বহুজন সমাজবাদী পার্টির। পাঞ্জাবের নির্বাচনও রয়েছে আগামী বছর।

বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মিডিয়ার জল্পনা ছিল যে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম(AIMIM)-এর সাথে জোট করতে চলেছে বসপা। সেই জল্পনায় জল ঢেলে বসপা সুপ্রিমো নিজেই টুইট করে জানিয়েছেন উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে ‘একলা চলো’ নীতিতে ভরসা রেখেছে তাঁর দল, শুধুমাত্র পাঞ্জাব নির্বাচনে তিনি রাজনৈতিক জোট করছেন শিরোমণি আকালি দলের সঙ্গে, টুইটে এটি আন্ডারলাইনও করে দিয়েছেন তিনি। শিরোমনি অকালি দলের সঙ্গে আসন সমঝোতাও ইতিমধ্যেই সেরে ফেলেছে বহুজন সমাজবাদী পার্টি। ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় ৯৭ টি আসনে লড়াই করবে শিরোমনি অকালি দল আর বাকি ২০ আসনে প্রার্থী দেবে বহুজন সমাজবাদী পার্টি।

টুইটে মায়াবতী লিখেছেন,” গতকাল থেকে একটি নিউজ চ্যানেলে প্রচারিত হচ্ছে যে ইউপি নির্বাচনে মিম এবং বসপা জোট বেঁধে লড়বে। খবরটি সর্বৈব মিথ্যা। বিন্দুমাত্র সত্যতা নেই এই সংবাদের এবং বসপা তীব্রভাবে এই জল্পনা অস্বীকার করছে। এই প্রেক্ষিতে আবারও স্পষ্টভাবে জানানো হচ্ছে যে একমাত্র পাঞ্জাব ছাড়া উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে কোন দলের সাথে বসপা-র জোট হচ্ছেনা। এই দুটি রাজ্যে ভোট রয়েছে আগামী বছর গোড়ার দিকে। অর্থাৎ দল একাই লড়াই করবে এই দুই নির্বাচনে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here