সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান জেলা ভাগ হওয়ার পর দুই জেলার সীমান্ত এলাকা বুদবুদ থানার শুনানি কোন আদালতে হবে তা নিয়ে সমস্যা দেখা যাচ্ছিল। যদিও বুদবুদ থানা পশ্চিম বর্ধমানের অন্তর্গত কিন্তু বুদবুদ থানার মামলার আগাম জামিনের আবেদনের শুনানি হবে পূর্ব বর্ধমান জেলা আদালতে। বুদবুদ ও কাঁকসা থানাকে বর্ধমান জেলা আদালতের আওতায় আনার দাবি জানিয়ে বার অ্যাসোসিয়েশনের তরফে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছিল।
জেলা ভাগ হওয়ার পর বুদবুদ থানা আসানসোল কমিশনারেটের আওতায় এখন।যদিও বুদবুদ থানা গলসি-১ ব্লকের অধীনে এবং প্রশাসনিকভাবে গলসি-১ ব্লক পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে। প্রশাসনিকভাবে পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত হয়েও কীভাবে বুদবুদ থানা পশ্চিম বর্ধমান জেলা আদালতের মধে কিভাবে আসছে তা নিয়ে প্রশ্ন তোলে বর্ধমান বার অ্যাসোসিয়েশন।বুদবুদ পূর্ব বর্ধমানে গেলেও দুর্গাপুর আদালতের আওতায় পাণ্ডবেশ্বর,দুর্গাপুর, অণ্ডাল, ফরিদপুর, দুর্গাপুর এনটিএস, কোকওভেন ও কাঁকসা থানা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দাবীতে অটোবন্ধ চালকদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584