সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে বুদবুদের সবজি বাজার সরানো হল। মঙ্গলবার বুদবুদের মহাকালী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসছে এই বাজার। এদিন এই বাজারে কয়েকশো ব্যবসায়ী সবজি বিক্রি করতে আসেন। জানা যায়, বুদবুদের আশেপাশের প্রায় পঞ্চাশটি গ্রামের বাসিন্দারা এই বাজারের উপর নির্ভরশীল।
তবে পুরনো জিটি রোডের দু’পাশে প্রতিদিন বসতো এই সবজি বাজার।কিন্তু করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে, সেই বাজার আপাতত স্থানান্তর করা হয়। মূলত জিটি রোডের দু’পাশে জায়গা বেশি না থাকায় মানুষের ভিড় হচ্ছিল। বর্তমানে প্রশাসনের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুনঃ শুধু সুরই নয়, রণ পায়ের মাধ্যমেও সচেতন বার্তা জেলা প্রশাসনের
তাই গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, ‘বহু মানুষ ভিড় করে সবজি কিনছেন। তাই সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ অন্যদিকে, মানকরের হাট প্রথমে পাবলিক গ্রাউণ্ড মাঠে স্থানান্তর করা হলেও সেখানে মানুষজনের ভিড় দেখে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে মানকর গ্রামের এই হাটির উপরেও আশেপাশের গ্রামবাসিরা নির্ভর করে থাকেন।যদিও এ বিষয়ে মানকরের বাসিন্দা অসীম মুখার্জি বলেন, ‘হাট নিজস্ব জায়গা থেকে মানকর পাবলিক গ্রাউণ্ড মাঠে সরিয়ে আনা হয়েছিল। সেখানে জায়গা অনেক বেশি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বিক্রেতাদের বসিয়েছিল প্রশাসন। কিন্তু ভিড় এত বেশি হচ্ছে যে সেই দূরত্ব বজায় রাখা সব সময় সম্ভব হচ্ছিল না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584