নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফিরলেন নিজের প্রিয় ঘরে। বুদ্ধবাবু নাকি নিজেই বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, বাড়িতে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে থাকতে হবে।
পাম অ্যাভিনিউতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য আইসিইউ’র মতো ব্যবস্থাপনা করা হয়েছে। বাই প্যাপের সুবিধাও রয়েছে। আগামী কয়েকদিন হালকা ডায়েটই চলবে বলে জানা গিয়েছে। বুদ্ধবাবুর বাড়িতেই নেবুলাইজেশনের ব্যবস্থা ও পোর্টেবল ভেন্টিলেটর রয়েছে, তাই সেদিক থেকেও অসুবিধা হবে না।
আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বর রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার
সিওপিডির সমস্যা নিয়ে গত ৯ ডিসেম্বর সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধবাবুকে। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। কিন্তু, প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। ক্রমেই উন্নতি হয় তাঁর শারীরিক পরিস্থিতির। শারীরিক সব পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক ছিল। এরপর গত কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করছিলেন তিনি।
আরও পড়ুনঃ ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি
কিন্তু স্বাস্থ্যের কারণে তাড়াহুড়ো করা হয়নি। এখন তাঁর শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। কথা বলতে পারছেন। নিজে খেতে পারছেন। সে কারণে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাল ঘুম হয়েছে। আইভি অ্যান্টি-বায়োটিক কোর্স সম্পূর্ণ হয়েছে। আপাতত বেশ কিছুদিন ফিজিওথেরাপি চলবে বলেই জানা গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে আপাতত কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমেছে। প্রায় স্বাভাবিক। পালস রেট ও হৃদ যন্ত্রের কার্যকলাপও স্বাভাবিক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584