এবার করোনা আক্রান্ত বউবাজার থানার ওসি, ৬ জন বিএসএফ জওয়ান

0
41

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরেক জন শীর্ষ আধিকারিক। গার্ডেনরিচ, প্রগতি ময়দান থানার ওসির পর এবার করোনা আক্রান্ত হলেন শহরের কেন্দ্রস্থলে বউবাজার থানার ওসি। এই নিয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশে আক্রান্ত হলেন ৭ জন পুলিশকর্মী, যার মধ্যে তিন জন শহরের তিন থানার ওসি। অন্যদিকে, শহরে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকা ৬ জন বিএসএফ জওয়ানেরও রিপোর্ট এসেছে করোনা পজিটিভ।

Bowbazar police | newsfront.co
সংবাদ চিত্র

করোনা সংক্রমণে মানুষের সচেতনতা বাড়াতে প্রথম থেকেই বেশ সক্রিয় ছিলেন বউবাজারের ওসি। কখনও তিনি মানুষকে লকডাউন মানতে বুঝিয়েছেন, আবার কখনও খাবার পৌঁছে দিয়েছেন গরিব মানুষকে। ২০ দিন কাজের চাপে বাড়ি ফেরেননি। কিছুদিন আগে তাঁর জ্বর, সর্দি-কাশি শুরু হতেই করোনা টেস্ট করা হয়।

আরও পড়ুনঃ অনুমতি ছাড়া করোনা টেস্ট, কাঁকুড়গাছিতে ল্যাবরেটরি সিল

তারপরেই তার রিপোর্ট পজিটিভ আসে। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা ওই থানার গাড়ির চালক, নিরাপত্তারক্ষী এবং সিভিক ভলান্টিয়ার-সহ ৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে, রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। তাঁদের নিরাপত্তায় থাকা এক গাড়িচালকের প্রথম করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৫০ জন বিএসএফ জওয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানে হয়। তাদেরই ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের এমআরবাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here