নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আপাতত সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা। আগের থেকে অনেকটা ভালো আছেন তিনি। প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেছেন তিনি।
সম্ভব আর দু-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। কো-মর্বিডিটির সমস্যা রয়েছে বুদ্ধবাবুর। তাই বেশি দিন হাসপাতালে থাকার বিষয়টি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তাঁকে দ্রুত বাড়ি ফেরানোর কথা ভাবছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ ‘চাড্ডা’-র সমালোচনায় মুখর বিমান, এত গাত্রদাহ কেন প্রতিক্রিয়া তৃণমূলের
শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভর্তি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে।
আরও পড়ুনঃ তিনি রাষ্ট্রপতি হওয়ার পরই রাজনৈতিক দিশা হারিয়েছে কংগ্রেস- লিখেছেন প্রণব মুখার্জী
দলীর নেতাদের পাশাপাশি তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার সকালের মেডিক্যাল বুলেটিনেও তাঁর পরিস্থিতি নিয়ে খুব আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা।
তবে বেলা বাড়তেই ধীরে ধীরে উন্নতি হতে থাকায় উডল্যান্ডসের পক্ষ থেকে জানানো হয়েছিল, গতকালই তাঁকে ভেন্টিলেশনের বাইরে আনা হতে পারে। বিকেলের দিকে সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়। ভেন্টিলেশন থেকে বেরিয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গেও কথা বলেন বুদ্ধবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584