রায়গঞ্জে বয়স ভিত্তিক ভলিবল টুর্নামেন্টের আয়োজন

0
39

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জে অনুষ্ঠিত বয়স ভিত্তিক ভলিবল টুর্নামেন্টে মিনি মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল দেশবন্ধু স্পোর্টিং ক্লাব।রানার্স হয়েছে সুভাষগঞ্জ হাই স্কুল।

গত ১০ জানুয়ারি তিনদিন ব্যাপী খেলা শেষে রবিবার সব বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেট বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশবন্ধু স্পোর্টিং মাঠে তিন দিন ধরে চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠান।

volleyball tournament | newsfront.co
ম্যাচের শেষে। নিজস্ব চিত্র

মিনি বয়েজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সমাসপুর এবং রানার্স হয়েছে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব। সাব জুনিয়ার বয়েজে চ্যাম্পিয়ন দুর্লভপুর প্রতিরোধ সংঘ, রানার্স সমাসপুর। জুনিয়ার বয়েজে চ্যাম্পিয়ন পশ্চিম দুর্গাপুর, রানার্স বিন্দল পরিহারপুর যুব সংঘ। সাব জুনিয়ার মহিলা বিভাগে চ্যাম্পিয়ন মালঞ্চ হাই স্কুল এবং রানার্স খোকসা হাই স্কুল।

আরও পড়ুনঃ এবারের গঙ্গাসাগর মেলায় খরচা-নজরদারি দুই বেশি, জানাচ্ছে প্রশাসন

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রায়গঞ্জ পৌর সভার ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার,সংস্থার সম্পাদক অরূপ ঘোষ,আই সি সুরজ থাপা ও অধ্যাপক দিলীপ নারায়ণ ঘোষ।

উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল অ্যাসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন, তাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বর্গীয় সঞ্জীব কুমার বোস স্মৃতি চ্যাম্পিয়ান ও স্বর্গীয় পুলক রায় স্মৃতি রানার্স,স্বর্গীয় শরদিন্দু কিরণ দাস স্মৃতি চ্যাম্পিয়ন ও স্বর্গীয় নগেন্দ্র নাথ স্মৃতি রানার্স সাব জুনিয়র এবং স্বর্গীয় সুশিলেন্দুকিরণ দাস স্মৃতি চ্যাম্পিয়ন ও স্বর্গীয় শ্যামল ঘোষ স্মৃতি রানার্স ভলিবল টুর্নামেন্টের খেলা গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়।

গত রবিবার সব ক্ষেত্রেই চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হয় রবিবার। গত তিনদিন ধরেই রায়গঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ সর্বতভাবে সহযোগিতা করার ফলেই তারা এই খেলাকে সাফল্যমন্ডিত করতে পেরেছে বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here