ভাঙা কালভার্ট নিয়ে সমস্যায় বাসিন্দারা

0
33

অমৃতা চন্দ,দিনহাটাঃ

দিনহাটা পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের থানার দিঘী এলাকায় চিকিৎসকদের কোয়াটার সংলগ্ন ও থানার দীঘিতে ঢোকার মুখে কালভার্টের বিরাট আকার গর্ত হয়ে মরণফাঁদের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

villagers life risk in broken bridge | newsfront.co
কালভার্ট নিয়ে বিপদে বাসিন্দারা। নিজস্ব চিত্র

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই অবস্থায় পড়ে রয়েছে এই কালভার্টটি। ফলে যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওই পথে চিকিৎসকদের চেম্বার থাকায় বহু রোগী ওই পথ দিয়ে যাতায়াত করে থাকে।

এদিকে প্রায় ১৫ দিনেও কালভার্টটি সংস্কার না হওয়ায় দুর্ঘটনার হাত থেকে মানুষকে রক্ষা করতে স্থানীয় এলাকার ক্লাবের যুবকরাই কালভার্টের মাঝখানে বাঁশ লাগিয়ে কাপড় বেঁধে দেন। চিকিৎসকদের চেম্বারে যাওয়ার জন্য রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছোট ছোট গাড়ি যাতায়াত সব বন্ধ হয়ে পড়েছে। তাই অবিলম্বে কালভার্ট সংস্কারের দাবি উঠেছে।

আরও পড়ুনঃ এবারের গঙ্গাসাগর মেলায় খরচা-নজরদারি দুই বেশি, জানাচ্ছে প্রশাসন

স্থানীয় এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দারা বলেন ১৫ দিনের বেশি সময় ধরে কালভার্টের মাঝখান ভেঙে পড়ে রয়েছে। বাসিন্দারা না হয় এই অঘটন সম্পর্কে ওয়াকিবহল কিন্তু রাতের বেলা অজানা ব্যক্তির পক্ষে এই কালভার্ট বিপজ্জনক হতে পারে।

বছর দুয়েক আগেও একইভাবে কালভার্টটির একদিক ভেঙে পড়লে সে সময় একটি অংশ নতুন করে করা হলেও বাকি অংশ এবার আবার ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল বিজয়নের

এদিকে পুরসভা সূত্রে জানা গেছে সারাইয়ের ব্যবস্থা।নেওয়া হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সংগীতা সরকার বলেন যে ওই কালভার্টটি পূর্ত দফতরের দায়িত্বে রয়েছে। তারা পুরসভার মাধ্যমে সেটিকে ঠিক করার জন্য প্রস্তাব দিয়েছেন। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান কাউন্সিলর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here