নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামীকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যেই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন তিনি।
আজ, সোমবার সকাল থেকেই অনেকটা সুস্থ বুদ্ধবাবু। রাতে ভাল ঘুমিয়েছেন। অল্প শক্ত খাবার খেতে শুরু করেছেন। এখন ব্লাড প্রেশার, নাড়ীর গতি ও অন্য সব কিছুই স্বাভাবিক আছে। পাঁচদিনের অ্যান্টিবায়োটিকের কোর্সও সম্পূর্ণ হয়েছে। তবে স্টেরয়েড ও অন্যান্য ওষুধ চলবে। আগামীকাল খুলে দেওয়া হবে তাঁর রাইলস টিউব।
আরও পড়ুনঃ রাজনৈতিক সৌজন্য! টুইট করে করোনা আক্রান্ত জে পি নাড্ডার সুস্থতা কামনা মুখ্যমন্ত্রীর
গত সপ্তাহে দুপুরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধবাবু। শরীরে অক্সিজেনের মাত্রা প্রবল কমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584