জমি ঘিরে বিবাদে ভাইয়ের হাতে খুন দাদা

0
156

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

জমি সংক্রান্ত গন্ডগোলে ভায়ের হাতে খুন হল দাদা।মুর্শিদাবাদের কান্দি থানার বাগআছরা গ্রামের বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম,আলারুদ্দিন সেখ (৬০)।

Elder brother murder by younger brother for land conflict
মৃত আলারুদ্দিন সেখ।নিজস্ব চিত্র

পরিবারের অভিযোগ, আলারুদ্দিন সেখ মেজো ভাই আনসারুল সেখের সাথে দশ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সেই বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে কান্দি থানার বাগআছরা গ্রামে বাঁধের উপর আনসারুল সেখ আলাউদ্দিন সেখের কে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।আলারুদ্দিন সেখের দুটো ছেলে দুটি মেয়ে। বর্তমানে দুই ছেলে সৌদি আরবে কর্মরত।আলারুদ্দিন সেখকে গলা টিপে ও শ্বাসরোধ করার অভিযোগ দায়ের করা হয়েছে কান্দি থানায়।

আরও পড়ুনঃ জমি দখলদারী ঘিরে বিবাদে আহত চার

Elder brother murder by younger brother for land conflict
শোকগ্রস্ত পরিজন।নিজস্ব চিত্র

কান্দি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here