নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বিধি মেনেই মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন গুম্ফায় পালিত হল ভগবান বুদ্ধের জন্মজয়ন্তী।
এদিন বীরপাড়া বড়োহাউদার মনি ছইকোরলিং গুম্ফা,সাঙ্গে ছইকোরলিং গুম্ফা,গুরু প্রেমা ছইকোলিন গুম্ফা, বোধিচিত্ত মনেস্ট্রি সহ ব্লকের বিভিন্ন গুম্ফায় সামাজিক দূরত্ব বিধি মেনে বুদ্ধের পূজা করা হয়। তবে করোনা ভাইরাসের জেরে প্রায় সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরস বাড়িতেই পূজার আয়োজন করেন।
আরও পড়ুনঃ ছাত্র ছাত্রীদের বাড়িতে বই পৌঁছে দেওয়ার উদ্যোগ স্কুলের
এমনকি ত্রিপিটক হাতে নিয়ে যে শোভাযাত্রা প্রতি বছর বীরপাড়া শহর পরিক্রমা করত, সেটিও করোনা ভাইরাসের জেরে এবছর বন্ধ করে দেওয়া হয়েছে। বৌদ্ধ গুরু ছেরিং লামা জানান, ‘শারীরিক দুরত্ব বজায় রেখে প্রত্যেক বুদ্ধ ধর্মাবম্বী নিজেদের বাড়িতে ভগবান বুদ্ধের আরাধনা করেছেন। শুধু মাত্র বিভিন্ন গুম্ফায় ধর্মগুরুরা শারীরিক দুরত্ব বজায় রেখেই পুজা করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584