নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশে তিনি ক্ষমতায় আসার পর থেকে সেখানে ‘ষাঁড়, মোষ ও মহিলারা’ নিরাপদে আছেন, লখনউ-এর কর্মীসভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
সোমবার লখনউ-এর একটি কর্মী সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল, তিনি ক্ষমতায় আসার আগে আদৌ নিরাপদ ছিলনা উত্তরপ্রদেশ। যখন তখন রাস্তা থেকে ষাঁড়, মোষ বা মহিলাদের তুলে নিয়ে যাওয়া হত। এখন তেমন ঘটনা নাকি ঘটেনা। এদিন বিজেপির সদর দপ্তরে অবলীলাক্রমে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই মন্তব্যের অর্থ খুঁজতে গেলে সে রাজ্যে মহিলাদের অবস্থান ঠিক কি রকম তা মুখ্যমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট।
এদিনের বক্তব্যে তিনি বলেন, “ আগে আমাদের মেয়ে বোনেরা রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করতেন। এমনকি গরুর গাড়িও নিরাপদ ছিল না।“ যোগী আদিত্যনাথের দাবি, এই সমস্যা বেশিরভাগ দেখা যেত পশ্চিম উত্তরপ্রদেশে। কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই, কেউ ষাঁড়, মোষ বা মহিলাদের রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারেনা।
আরও পড়ুনঃ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিন বদলের সিদ্ধান্ত
তাঁর আরও দাবি, আগে কোন সভ্য মানুষ রাতে রাস্তায় বেরোতে পারতেন না কিন্তু এখন অর্থাৎ তিনি ক্ষমতায় আসার পরে সে পরিস্থিতি পাল্টেছে। যোগীর এই বক্তব্যে অনেকেরই প্রশ্ন তবে কি উত্তরপ্রদেশে ষাঁড়, মোষ ও মহিলারা একই সামাজিক অবস্থানে রয়েছেন!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584