উত্তর দিনাজপুরে গঠিত হলো তৃনমূল কংগ্রেসের হিন্দী সেল

0
47

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Build Hindi cell of tmc at North dinajpur
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলাতেও গঠিত হলো তৃনমূল কংগ্রেসের হিন্দী সেল।রবিবার ডালখোলার টাউন হলে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে এই সেলের জেলা কমিটি গঠিত হয়।এই সম্মেলনে বক্তাদের আলোচনাতে বিভিন্ন সময় উঠে আসে এক অভিমানের কথা।

Build Hindi cell of tmc at North dinajpur
নিজস্ব চিত্র

বক্তারা বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের অবাঙ্গালী বলে পরিচিত করাতেন,এটাই একটা রীতি হয়ে উঠেছিল কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বাপ ঠাকুরদার জন্মও এই বাঙ্গালাতেই হয়েছে।আমরা বাংলা ভাষায় বলেছি,বাংলা ভাষায় পড়েছি, বাংলায় জন্মেছি কিন্তু সবাই আমাদের অ-বাঙালী বা নন বেঙ্গলী বলেই সম্বোধন করেছে।আজ তৃণমুল কংগ্রেস আমাদের হিন্দী ভাষাভাষী বাঙ্গালী বলছে,এতে আমরা আশার আলো দেখছি।রাজ্যে হিন্দী ইউনিভার্সিটি তৈরী হচ্ছে,বিভিন্ন যায়গায় আমরা সম্মান পাচ্ছি।আমরা এটাই বলতে চাই,আমরা হিন্দী ভাষাভাষী হলেও আমরা বাঙ্গালী।’
এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমুল কংগ্রেসের হিন্দী সেলের রাজ্য মহা সচিব রাজেশ সিনহা।

আরও পড়ুনঃ দেখে নিন রাজ্যের কোন আসনে কবে ভোটগ্রহণ

Build Hindi cell of tmc at North dinajpur
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি অমল আচার্য্য,মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক, মনোদেব সিনহা, ডালখোলা পুরসভার প্রাক্তন পৌরপতি সুভাষ গোস্বামী,তৃনমুল যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল,করনদিঘি যুব তৃনমুল কংগ্রেস সভাপতি আজাদ আলী সহ অন্যান্য নেতৃত্ব।এই সম্মেলনে শ্যামলাল মাহাতোকে হিন্দী সেলের জেলা সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।তৃণমূল কংগ্রেসের হিন্দী সেলের রাজ্য মহাসচিব রাজেশ সিনহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here